কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই অর্ধশতাধিক ঘর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-বনানীর পার্শ্ববর্তী কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ৬টি ইউনিট একযোগে দেড় ঘণ্টা চেষ্টায় রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণ আনলে ঘটনাস্থলে আছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এখন ডাম্পিং ও কুলিংয়ের কাজ করছেন (পুড়ে যাওয়া ছাইয়ে পানি দেয়া)।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামাইবাজারের একটি লেপ তোষকের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বস্তির অধিকাংশ ঘর বাঁশের বেড়া দিয়ে তৈরি হওয়ায় আগুন অল্পসময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে অানার আগে বস্তির অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
অভিজাত এলাকা গুলশান-বনানীর পাশে রাজধানীর অন্যতম বৃহত্তম এই বস্তিতে কয়েক লাখ লোকের বসবাস। কড়াইল বস্তিটি পোশাক শ্রমিক, রিকশাচালকসহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষের ঠিকানা।
এর আগেও বহুবার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত দুই বছরে এ নিয়ে চার বার আগুন লেগেছে এই বস্তিতে।