বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

যুবরাজের স্ত্রী হ্যাজেল অভিনয় করেছেন ‘হ্যারি পটার’ সিরিজে!

বিনোদন ডেস্ক।। ভারতের ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ ‘হ্যারি পটার’ ছবির তিন পর্বে অভিনয় করেছিলেন, আর তা করেছিলেন বলিউডে অভিষেকের আগেই, বিশ্বাস করবেন? বিশ্বাস করুন বা না করুন, এটাই সত্য!

বলিউড এর ছবিতে হ্যাজেলের অভিষেক হয় ‘বডিগার্ড’ ছবি দিয়েই। এ ছবিতে ছিলেন সুপারস্টার সালমান খান ও আবেদনময়ী অভিনেত্রী কারিনা কাপুর খান। তারকা বহুল এই ছবিতে অভিনয় করেই জনপ্রিয় হন হ্যাজেল।

সম্প্রতি ‘মিস ফিল্ড’ চ্যাট শো’তে তিনি জানান, শিশুশিল্পী হিসেবে ‘হ্যারি পটার’ সিরিজে তিনি অভিনয় করেছিলেন।

এছাড়া হ্যাজেল বিভিন্ন বিষয়ে কথা বলেন ওই শো’তে। ক্রিকেটার যুবরাজের সঙ্গে তাঁর প্রেম, ক্যারিয়ার ও বিয়ের পরের দিনগুলো নিয়েও কথা বলেন এই সুন্দরী।

রোমাঞ্চকর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হ্যাজেল বলেন, তিনি তিনটি ‘হ্যারি পটার’ পর্বে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। হোগার্টস স্কুলের শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, তিনটি ছবিতে হ্যাজেল কাজ করেছেন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার’স স্টোন’, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ ও ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’। তিনি অতিরিক্ত অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছিলেন।

‘এটা অসাধারণ এক অনুভুতি ছিল। তাঁরা ছিলেন খুবই পেশাদার। সবকিছুকেই তাঁরা সিরিয়াসলি নিতেন। তাঁদের শিক্ষক ও টিউটর ছিল, কারণ ১৬ বছরের বয়সের নিচের শিশুরা যাতে তাদের লেসন ও হোমওয়ার্ক করে আনতে পারে।

‘প্রত্যেক শিশুর চুল ও মেকআপ দেখতে একই ছিল। এমনকি যে টুপি আমরা পরতাম, সেগুলোর ভেতরে পকেট ছিল। চ্যাট শো’র সঞ্চালক শিবা নিদানদেকারকে বলেন হ্যাজেল।’

এই অভিনেত্রী বেশ কয়েকটি বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১৬ সালে তিনি ক্রিকেটার যুবরাজ সিংকে বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় জুয়ারিদের হামলা : গুলিতে আহত ১

বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভুমিকা রাখতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় হিরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় ক্ষোভ-হতাশায় এক ব্যক্তির আত্মহত্যা 

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার-বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

নাসিরনগর-হরিপুর-মাধবপুর সড়ক সংস্কার কাজ শীঘ্রই শুরু হচ্ছে

হস্তক্ষেপ করার অধিকার কারো নেই : মিয়ানমারের সেনাপ্রধান

নাসিরনগরে   মৎস্যচাষী ও মৎস্যজীবীদের ৪ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার পিস ইয়াবা সহ  ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার