নাসিরনগরে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের ৪ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ‘মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারদিন ব্যাপী মৎস্যচাষী ও মৎস্যজীবীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে সম্প্রসারণ কর্মকর্তা চয়ন চন্দ্র সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার কর্মশালার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না,ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলাম। প্রশিক্ষণে অর্ধ-শতাধিক মৎস্যচাষী ও মৎস্যজীবী অংশগ্রহন করেন।