১০ ঘণ্টা ট্রলার ডুবে নদীতে ভাসছিল ১৫ জেলে, অতঃপর…
নিউজ ডেস্ক।। বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১০ ঘণ্টা পর ১৫ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে ভোররাত ৪টার দিকে তলা ফেটে ১৫ জেলেসহ তলিয়ে যায় ট্রলারটি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোররাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারের তলা ফেটে এফবি পারভীন নামের একটি ট্রলার ডুবে যায়।
প্রায় ১০ ঘণ্টা পর আবুল কালামের মালিকানাধীন এফবি ইমাম ট্রলারের মাঝি হানিফা ট্রলারের জেলেদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেন। ওই জেলেরা নদীতে ভাসছিল। সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া এফবি পারভীন ট্রলারটির খোঁজ পাওয়া যায়নি।