বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

শিশু রাইফার মৃত্যু; চারজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে চিকিৎসকের অদক্ষতা, অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনার ১৯ দিন পর থানায় মামলা হয়েছে। রাইফার পিতা বাদী হয়ে আজ বুধবার নগরীর চকবাজার থানায় এ মামলা করেন।

মামলায় ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খানসহ চারজনকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন, শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব। এ সময় চকবাজার থানায় সাংবাদিক নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন উপস্থিত ছিলেন।

রাইফার পিতা সাংবাদিক রুবেল খান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৯ জুন নগরীর মেহেদীবাগ এলাকায় ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাইফার মৃত্যু হয়।