বুধবার, ১৮ই জুলাই, ২০১৮ ইং ৩রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

গামছা বেঁধে, লুঙ্গি পড়ে জমি চাষ করেন আমাদের দেশেরই এই সংসদ সদস্য!

সংসদ সদস্য মানেই আমরা জানি অতি ধনী এবং শুধু গাড়িতে চলাফেরা করা ব্যক্তি। কিন্তু একজন সংসদ সদস্য হয়েও মাটির সাথে মিশে গেছেন সাতক্ষীরা- ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

যেখানেই মানুষের সমস্যার কথা শোনেন সেখানেই ছুটে যান তিনি। কোন এলাকায় সমস্যার কথা শুনলেই এক মুহূর্তেই সেই এলাকায় ছুটে যান। তিনি। আজ রবিবার সকালে নিজে ট্রাক্টর দিয়ে জমি চাষ করলেন তিনি। চাষিদের ধান চাষে উদ্বুদ্ধ করার জন্যই মূলত এই প্রচেষ্টা।

লবনাক্ত এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃষকদের বর্ষা মেীসুমে এলাকার প্রধান ফসল আমন ধান। এটি চাষে কৃষকদের উৎসাহিত করতে তিনি নিজের জমিতে ট্রাক্টর চালিয়ে জমি চাষ করেছেন।

এ সময় শ্রমিক, সাধারণ মানুষ, কৃষকদের উদ্বুদ্ধ করতে লুঙ্গি পরে গায়ে ও মাথায় গামছা বেঁধে ট্রাক্টর চালিয়ে জমি চাষ করলেন।

এছাড়া এলাকাবাসী আরও জানান, এর আগেও তিনি বিভিন্ন সময়ে উপজেলার দূর্গাবাটি, দাতিনাখালী বা অন্যান্য এলাকায় নদী ভাঙনের কথা শুনে ছুটে যেয়ে মাথায় মাটির ঝুড়ি নিয়ে বাঁধ নির্মাণ কাজে শ্রমিকদের উদ্বুদ্ধ করেন। নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে নেীকার মাঝি হয়ে নেীকা চালিয়ে নেীকার ভোট চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অরাজকতা দেখে বলেছিলাম কোটা থাকবে না: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৩৮ বীরাঙ্গনা

ভল্ট থেকে স্বর্ণ হেরফের হয়নি: বাংলাদেশ ব্যাংক

সামাজিক নিরাপত্তাবলয় কর্মসূচির আওতায় ইলেকট্রনিক পদ্ধতিতে ভাতা বিতরণ চালু করলেন প্রধানমন্ত্রী

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

মাদরাসা ও কারিগরি শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫