দুই পা ফাঁক করে বসতে পারবেনা মেয়েরা, জারি হলো নিষেধাজ্ঞা!
মেয়েদের পোশাক নিয়ে বা মেয়েদের যেকোনো জিনিস নিয়েই সমাজের প্রচন্ড মাথাব্যথা। নারীদের স্বাধীনতা এতটুকুও সহ্য করতে পারেন এই সমাজ। পথে-ঘাটে, বাসে-ট্রেনে যেকোনো জায়গায় মেয়েদের ওপর নানাধরণের অত্যাচারের কথা আমরা প্রায় রোজই শুনে থাকি। কিন্তু এবার তো তা চরমে পৌছালো। দুই পা ফাঁক করে বসতেও নিষেধাজ্ঞা জারি হলো নারীদের ওপর। অর্থাৎ, বাইকে বসলে দুই পা দুদিকে করে বসা চগলবেনা, একদিকে দুই পা করেই বসতে হবে- যদিও এতে বিপদের আশংকা অনেক বেশি, তবুও এমনটাই নিষেধাজ্ঞা জারি হলো।
সম্প্রতি ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে নারীদের জন্য এই নিয়ম জারি করা হয়েছে বলে জানা গেছে।, যদিও আঢাকারিক সংগঠন গুলির তরফ থেকে এই নিয়মের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু তাতেও প্রশাসন কোনো কান দেননি। আচে নামক ওই প্রদেশের লুকঃসুমও নগরের প্রশাসনিক আধিকারিক দশনী ইউসার বলেন, এই নতুন নিষেধাজ্ঞা যাতে তাড়াতাড়ি বাস্তবায়িত করা যায়, তারই চেষ্টা করা হচ্ছে। এই নিয়মের বিরুদ্ধে এখানে কোনোরকম প্রতিবাদ হয়নি।