সোমবার, ১৬ই জুলাই, ২০১৮ ইং ১লা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

জ্যাক মাকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

নিউজ ডেস্ক : এশিয়ার শীর্ষ ধনী হয়েছেন ভারতের শিল্প গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর এক দশমিক ছয় শতাংশ বেড়ে এ পর্যন্ত সর্বোচ্চ এক হাজার ৯৯.৮০ রুপিতে ওঠে। এর ফলে আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৪৩০ কোটি ডলার।

অন্যদিকে ২০১৮ সালে আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মা ১৪০ কোটি ডলার লোকসান করায় বৃহস্পতিবার দিন শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪০০ কোটি ডলার।

রিলায়েন্স পেট্রো কেমিক্যাল পরিশোধন ক্ষমতা প্রায় দ্বিগুণ করায় এ বছর আম্বানির ৪০০ কোটি ডলার সমমূল্যের সম্পদ বেড়েছে। সেই সঙ্গে বাজারে নতুন আসা আলোড়ন সৃষ্টিকারী টেলিযোগাযোগ কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকমের সাফল্যেও বিনিয়োগকারীরা উল্লসিত।

২০০২ সালে ধীরু ভাই আম্বানির মৃত্যুর পর মুকেশ আম্বানি ও তার ছোট ভাই অনিল আম্বানির হাতে রিলায়েন্সের ভার পড়ে। পরে মায়ের মধ্যস্থতায় পারিবারিক চুক্তি অনুযায়ী, ২০০৫ সালে দুই ভাইয়ের মধ্যে কোম্পানি ভাগ হয়ে যায়।