মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- নবীনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মশিউর ও মো. রাসেল।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল ও তুষারকে আটকের জন্য একটি বাড়িতে অভিযানে যায় এএসআই মশিউর ও রাসেলসহ পুলিশের একটি দল। এ সময় রুবেল ও তুষার পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরের জানালার গ্লাস ভেঙে সেটি দিয়ে এএসআই মশিউর ও রাসেলের ওপর হামলা করে। এতে তারা দু’জন আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা রুবেল-তুষারকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
www.jagonews24.com