ঝুঁকিতে রয়েছে বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু!
অনলাইন ডেস্ক: বর্তমানে বিশ্বের ১২০ কোটি বা অর্ধেকেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে। ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্যা চিলড্রেন এ কথা বলেছে। বুধবার সংস্থাটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আগামী ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস। এই দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য, সংঘর্ষ ও মেয়েশিশুদের প্রতি বৈষম্যেই শিশুদের ঝুঁকিতে থাকার মূল কারণ। ১২০ কোটির বেশি শিশু এই তিন ধরনের হুমকির মুখে রয়েছে। এ ছাড়া ১৫ কোটি ৩০ লাখ শিশু একই সময় এসব হুমকির মুখোমুখি।
আরও : ঈদের প্রস্তুতি
সেভ দ্যা চিলড্রেনের সূচক বলছে, ১০০ কোটি শিশু বসবাস করে দারিদ্র্যপীড়িত দেশগুলোতে। সংঘর্ষপ্রবণ দেশগুলোতে বসবাস করে ২৪ কোটি শিশু। আর ৫৭ কোটি ৫০ লাখ শিশু এমন সব দেশে বাস করে যেখানে নারীর প্রতি বৈষম্য সাধারণ ঘটনা।
শিশুদের পরিস্থিতি নিয়ে ১৭৫টি দেশে জরিপ পরিচালনা করে সেভ দ্যা চিলড্রেন। জরিপে দেখা গেছে, শিশুদের সবচেয়ে ভালো অবস্থা সিঙ্গাপুর ও স্লোভেনিয়ায়। দেশ দুটি যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে। র্যাংকিংয়ের নিচে রয়েছে নাইজার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সূত্র: আল-জাজিরা