রাতে মাঠে নামছে তামিমের বিশ্ব একাদশ
ম্যাচটির নাম দেওয়া ‘মোর দ্যান এ টি-টোয়েন্টি’। ক্রিকেটকে ছাপিয়ে আজ ক্রিকেটের ভূমিখ্যাত লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে মাঠে নামছে বিশ্ব একাদশ। গত বছর ঘূর্ণিঝড় ‘ইরমার’ ও ‘মারিয়ার’ আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। যেটার আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি নিম্ন আয়ের দেশগুলো। তাদেরকে সাহায্য করতেই আজ একটি প্রদর্শনী ম্যাচ খেলতে নামছে তারা। যেখানে বিশ্ব একাদশের পক্ষে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল।
তামিম ছাড়াও খেলার সুযোগ পেয়েছিলেন সাকিবও কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ব একাদশ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন তিনি। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নেপালি স্পিনার সন্দীপ লামিশানে। এর আগে গত বছর পাকিস্তানে ক্রিকেট ফেরাতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বিশ্ব একাদশ। সেখানেও বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছিলেন তামিম।
বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে তামিমদের নেতৃত্বে দেখা যাবে পাকিস্তান ক্রিকেটে ব্রাত্য শহীদ আফ্রিদিকে। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের ইনজুরিতে অধিনায়ক করা হয় তাকে। দলটির কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ অ্যান্ডি ফ্লাওয়ার। বিশ্ব একাদশের থেকেও বেশি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ একাদশ।
আরও : ঈদের প্রস্তুতি
দলটির হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন আইপিএল কাঁপানো আন্দ্রে রাসেল। তাছাড়া টি-টোয়েন্টির মাস্টার খ্যাত ক্রিস গেইল তো আছেনই। অধিনায়কের দায়িত্ব পালন করবেন কার্লস ব্র্যাথওয়েট।
আইসিসি বিশ্ব একাদশঃ শহীদ আফ্রিদি (অধিনায়ক), স্যাম বিলিংস, স্যাম কারান, তামিম ইকবাল, টাইমল মিলস, দীনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিশানে, মিচেল ম্যাকগ্লেন্যাহান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রংকি, আদিল রশীদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ কার্লস ব্র্যাথওয়েট, সামিউল বাদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, আশলে নার্স, কেমো পাওল, রভমান, পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, কেসরিক উইলিয়ামস।