‘সরকার আদালতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে’
নিউজ ডেস্ক: সরকার আদালতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আইন আদালতের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করা যাবে না। তাই আমরা বিশ্বাস করি আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড হোটেলে দোয়া, ইফতার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরও : ঈদের প্রস্তুতি
‘বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় আজকে কারাগারে আছেন’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে দণ্ড বিধিতে, তিনি (খালেদা জিয়া) নাকি ওয়াদার বরখেলাপ করেছেন। তাই বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে এটা সম্পূর্ণ বানোয়াট, আপনার (প্রধানমন্ত্রীর) মনগড়া কথা।
সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কবি আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।