অনলাইনে বাসের টিকিট অগ্রিম কাটার সুবিধা, কাউন্টারে ভীড় কম
অনলাইনে বাসের টিকিট কাটার সুবিধা থাকায় এই ঈদ মৌসুমে বাসে কাউন্টারে ভীড় কম। ঈদকালীন বাস টিকিট আগাম বিক্রির প্রথমদিন বুধবার ঢাকার দুইটি বাসটার্মিনালসহ বিভিন্ন পরিবহন কোম্পানির কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। গাবতলী বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজের কর্মী জাহাঙ্গীর এ প্রতিবেদকের প্রশ্নে জানান, ঈদের টিকিট বিক্রির গত বছরের প্রথমদিন আর এবারের প্রথমদিনে বিস্তর ফারাক। কাউন্টারে টিকিট ক্রেতা কম। খোঁজ নিয়ে জানলাম, অনলাইনেই টিকিট ক্রয় করছেন যাত্রীরা।
সহজ ডটকম ও বাস ডটকম ডট বিডি নামক ওয়েব সাইটের মাধ্যমে যাত্রীরা বাসের টিকিট সংগ্রহ করছেন বলে বিভিন্ন বাস কাউন্টার থেকে জানা গেল। কল্যাণপুরে শ্যামলী বাস কাউন্টারের কর্মী রুবেল বলেন, অনলাইনে টিকিট বিক্রির সুবিধায় আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। কাউন্টারে বিশৃঙ্খলাও হয়নি আজকে।
পান্থপথের গ্রিন লাইন পরিবহন অফিস থেকে সোহান নাম জানিয়ে একজন কর্মী মোবাইলে বলেন, তাদের টিকিট বুকিং বেশি অনলাইনেই।
আরও : ঈদের প্রস্তুতি
সহজ ডটকমের মাধ্যমে টিকিট পাওয়া ইমতিয়াজ বলেন, অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় পেরেশানি, পরিশ্রম ও হুঁড়োহুঁড়ি থেকে রক্ষা।
এদিকে কাউন্টারে আসা যাত্রীদের অভিযোগ, বাস কর্তৃপক্ষ টিকিট রেখেও বলছে নেই, দামও নিচ্ছে বেশি। কাউন্টারের টিকেট বিক্রেতারা বলছেন, এখন অনলাইনে বাসের টিকেট কাটার সুযোগ থাকায় অন্যান্য বারের তুলনায় ভিড় কম। ফলে কাউন্টারে আগত যাত্রীরা টিকিট পাচ্ছেন না।
সহজ ডটকমের কাস্টমার সার্ভিসে কল করে জানা গেল- গত ঈদের চেয়ে এবারের ঈদে তাদের মাধ্যমে টিকিট সংগ্রহকারীর সংখ্যা বেশি।