২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করার দাবি শ্রমিক ফ্রন্টের
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমটির সভাপতি আহসান হাবিব বুলবুল ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ২০ রোজার মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানান। তারা বলেন শ্রমিকরা স্বস্তিতে ঈদ ঊদযাপন করতে না পারলে মালিক এবং সরকারকে স্বস্তিতে ঈদ ঊদযাপন করতে না দেওয়ার অধিকার নিশ্চয় শ্রমিকদের আছে। বুধবার এক যৌথ বিবৃতিতে শ্রমিক ফ্রন্টের নেতৃদ্বয় এসব কথা বলেন।
আরও : ঈদের প্রস্তুতি
শ্রমিক ফ্রন্ট নেতৃদ্বয় বলেন, আমরা জানতে পেরেছি যে, ২৯ মে শ্রম মন্ত্রণালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় পুলিশের পক্ষ থেকে রির্পোট করা হয়েছে যে, ঢাকার ১২২টি এবং ঢাকার বাইরের ১৪৮টি পোশাক কারখানার মালিকরা যথাসময়ে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে পারবে না। উক্ত সভায় শ্রম প্রতিমন্ত্রী ১৪ জুনের মধ্যে শ্রমিকরা বেতন- বোনাস পাবে বলে মন্তব্য করেন।
নেতৃদ্বয় শ্রম প্রতিমন্ত্রীর এ ধরনের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদ আকস্মিকভাবে আবিভর্‚ত কোন ঘটনা না। ঈদ কখন হবে তা পূর্বেই নির্ধারিত থাকে। যেসব মলিক যথাসময়ে শ্রমিকদের ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের জন্য প্রস্তুত না থাকে সেসব মালিকের মধ্যে কিছু মালিক কারখানা পরিচালনার অযোগ্য এবং কিছু মালিক শ্রমিকের পাওনা আত্মসাৎ করার পরিকল্পনা থেকেই ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে অক্ষমতা দেখায়। শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্য প্রকৃতপক্ষে মালিকদের স্বার্থেই যায়। এই বক্তব্য একদিকে শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়া- অন্যদিকে মালিকদের হীনস্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টাকে উৎসাহিত করবে।