যুক্তরাষ্ট্রের অধিকাংশ ভোটারের বিশ্বাস ট্রাম্পের নেতৃত্ব দুর্বল ও নৈতিকতাহীন
যুক্তরাষ্ট্রের অধিকাংশ ভোটার মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব দুর্বল ও নৈতিকতাহীন। গ্যালাপ জরিপ বলছে ৫৯ ভাগ মার্কিন ভোটার মনে করেন শক্তিশালী নৈতিক নেতৃত্ব থেকে ট্রাম্পের নেতৃত্ব অনেক দূরে। ৯১ ভাগ ডেমোক্রেট সমর্থক ভোটাররা বলেছেন, এমনকি তার নেতৃত্ব রিপাবলিকানদের চেয়েও ট্রাম্পের নেতৃত্ব দুর্বল। তবে ৭৭ ভাগ রিপাবলিকান সমর্থকরা ট্রাম্পের নেতৃত্বে খুশি। অবশ্য ৮৬ ভাগ রিপাবলিকানরা মনে করেন প্রেসিডেন্টের নৈতিক নেতৃত্ব খুবই প্রয়োজনীয়। যদিও তা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামল থেকে হ্রাস পাচ্ছে। স্পুটনিক
আরও : ঈদের প্রস্তুতি
জরিপে ৫৯ ভাগ রিপাবলিকান ভোটাররা মনে করেন ট্রাম্পের নেতৃত্বে নৈতিকতা ফিরিয়ে আনা জরুরি।