মাশরাফি-সাকিবের নির্বাচনে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
গতকাল মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মাশরাফি ও সাকিবের নির্বাচন আসা নিয়ে মন্তব্য করার পর বিষয়টি নিয়ে কথা বলতে এড়িয়ে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিরা নমিনেশন পেয়ে থাকে এটা নতুন কিছু না।’
আরও : ঈদের প্রস্তুতি
ভারত সফর শেষে দেশে ফিরে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, কারও যদি আকাক্সক্ষা হয়, নিশ্চয়ই তারা দেশের জন্য সম্মান নিয়ে এসেছে, দেশকে ভালো একটা জায়গায় নিয়ে এসেছে। এটা পৃথিবীতে নতুন কিছু নয়। তার মানে এটা নয়; তৃণমূলে যারা রাজনীতি করে তারা নমিনেশন পায় না।
‘আমরা কিন্তু স্কুল জীবন থেকে রাজনীতি করেই এসছি; সেলিব্রেটি হয়ে আসিনি। আমরা তো আছিই, রাজনীতি যারা করেন, তারা নমিনেশন পান এটা খুবই স্বাভাবিক।’