রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্সের পার্লামেন্টে আলোচনা হবে

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্রান্স পার্লামেন্টে আলোচনা হবে। এ আলোচনায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ফ্রান্সে গেছেন। সেখানে ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রুপের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দি রোহিঙ্গা সিচুয়েশন ইন মায়ানমার এ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ১ জুন ফ্রান্সে রাজধানী প্যারিসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্পিকার রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করবেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত গঠনে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবে বলে সংসদ সচিবালয় আশা প্রকাশ করেছে।

বুধবার জাতীয় সংসদের স্পিকার তার দু’সফর সঙ্গী নিয়ে এমিরেটস এয়ালাইন্সের একটি বিমানে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে একান্ত সচিব কামাল বিল্লাহ ও গণসংযোগের পরিচালক তারিক মাহমুদ প্যারিস গেছেন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফর শেষে আগামী ৪ জুন স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email