রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

কুরআন প্রেমিক ফুটবলার সালাহ

মিশরের ‘রাজা’ বলা হয় তাকে। মোহাম্মদ সালাহকে মিশরীয়রা এতই পছন্দ করে যে নির্বাচনের ব্যালট পেপারে প্রেসিডেন্ট হিসেবে তার নাম লিখে দিয়েছিল। লিভারপুলে খেলার সুবাধে তিনি এখন ব্রিটিশদেরও নয়নের মনি। ইউরোপবাসীদের মধ্যে ইসলামের প্রতি ভীতি আছে। খুব অল্প সময়ে সেটি কিছুটা হলেও দূর করতেও ভূমিকা রেখেছেন ২৫ বছর বয়সি সালাহ।
গেল বছর বিমানে বসে সালাহ পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়ছেন এমন একটি ছবি প্রকাশ হয়। ছবিটি বিশ্বব্যাপী আলোচনায় আসে। ভ্রমণের সময়ও তার হাতে দেখা গেছে কোরআন শরিফ।

গত বছরে বিবিসির জরিপে সেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন সালাহ। তবে শুধু ফুটবল মাঠেই নয়, পরিচ্ছন্ন ব্যক্তি জীবন ও ধর্মে তার ভক্তিও তাকে অনন্য করে তুলেছে।

গোল করলেই মাঠে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিতে দেখা যায় তাকে। লিভারপুলে তার ভক্তরা সালাহকে নিয়ে গান বানিয়েছে। সেখানে তারাও সালাহর মতো হতে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছের কথা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, কাঁধে আঘাত পেলেও আসন্ন বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে মোহাম্মদ সালাহ খেলতে পারবেন। মিসরের জাতীয় দলের চিকিৎসক মোহাম্মদ আবুল এলা গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, সালাহ ইনজুরিতে পড়লেও নির্দিষ্ট সময়েই সুস্থ হয়ে উঠবেন এবং বিশ্বকাপে খেলতে সক্ষম হবেন। সূত্র: আওয়ার ইসলাম

Print Friendly, PDF & Email