কিলার রোবট তৈরিতে যুক্তরাষ্ট্র ১ বিলিয়ন ডলার খরচ করবে
আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্র কিলার রোবট বা যন্ত্রসেনা বানাতে খরচ করবে। ভবিষ্যতে যুদ্ধে এধরনের যন্ত্রসেনা ব্যবহার করবে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের এধরনের সিদ্ধান্তের সমালোচনা করে সমালোচকরা বলছেন, দেশটির নাগরিকদের ৪০ শতাংশ মৌলিক চাহিদা পূরণ করতে জরুরিভাবে ৪০০ ডলার খরচ করতে পারে না সেখানে এধরনের যন্ত্রসেনা বানানোর কোনো মানে হয় না।
আরও : ঈদের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রের আর্মি প্রজেক্ট ম্যানেজার ব্রায়ান ম্যাকভেগ ব্লুমবার্গকে বলেন, ইতিমধ্যে ৮’শ রোবট গত দুই বছরে তৈরি করা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব বিভাগেই রোবট বা যন্ত্রসেনা কাজ করতে শুরু করবে। তবে অনেকে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রের মানব সেনা হ্রাসের বিষয়টি শক্তিধর সামরিক দেশের মর্যাদা হ্রাসের সঙ্গে তুলনা করছেন।
সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির পল বলেন, যন্ত্রসেনা যুদ্ধে নিধনযজ্ঞে মেতে ওঠার আগে নীতি বা নৈতিকতার বিষয়টি উপলব্ধির সুযোগ নেই। গত বছর শতাধিক প্রযুক্তিবিদ জাতিসংঘের কাছে এধরনের যন্ত্রমানব বা রোবটিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করার আহবান জানিয়ে একটি চিঠি দেন। কারণ এধরনের অস্ত্র সন্ত্রাসীরা নিরস্ত্র ও নিরীহ মানুষের ওপর ব্যবহার করলে ফল হবে ভয়াবহ। এখন পর্যন্ত ২৬টি দেশ রোবটিক অস্ত্র তৈরির বিপক্ষে অবস্থান নিয়েছে।