ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ১১ মে
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলন আগামী ১১ মে অনুষ্ঠিত হতে পারে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ তারিখ আলোচনায় আসে।গণভবনে অনুষ্ঠিত ওই বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের একজন যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রলীগের সম্মেলনের বিষয়টি তোলেন।
ওই নেতা বলেন, আমরা যেহেতু ছাত্রলীগের বয়স নির্ধারণ করে দিয়েছি, সেহেতু ছাত্রলীগের সম্মেলনও মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হওয়া দরকার। এতে নতুন নেতৃত্ব তৈরি হবে।
জবাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে মাসে তারিখ নির্ধারণ করার কথা বলেন। ওই যুগ্ম সম্পাদক বলেন, মে মাসের ১১ তারিখ সম্ভাব্য তারিখ দেয়া যায়।
প্রধানমন্ত্রী বলেন, আলোচনা করে মে মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্য সম্মেলন করে ফেলা যায়।
বৈঠকে অন্যদের মধ্যে মোহাম্মদ নাসিম, লে. কর্নেল (অব) ফারুক খান, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মান্নান খান, নুরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।