বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সালমানের বক্তব্যের কড়া সমালোচনা দীপিকার

বিনোদন ডেস্ক : এবার সালমান খানের সমালোচনা করলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারিতে সালমান খান একটি অনুষ্ঠানে অবসাদ ও বিষণ্নতাকে (ডিপ্রেশন) বিলাসিতা বলে মন্তব্য করেন।  তখন সালমান বলেছিলেন, অনেকেই অবসাদগ্রস্ত ও আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু আমি বিষণ্ন হওয়ার মতো বিলাসিতা করতে পারি না।
এরপর অনেকেই সালমানের সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়। এবার সেই কথার রেশ ধরে কথা বলেছেন দীপিকা।
সম্প্রতি ‘হাউ ইন্ডিয়া পারসিভস মেন্টাল হেলথ’ নামে একটি সামাজিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দীপিকা বলেন, এই রোগটি (বিষণ্নতা) যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে, যে কারও হতে পারে।
এই নায়িকা আরও বলেন, কেউ কেউ বিষণ্নতাকে বিলাসিতা মনে করেন। অনেকের ধারণা, যাদের অনেক পয়সা আর অফুরন্ত অলস সময়, তারাই বিষণ্নতা রোগটিকে মনে মনে বানায়, এটাকে মনগড়া ভাবে। এই ভ্রান্ত ধারণাটি ভাঙতে হবে।
মানসিক রোগের ব্যাপারে সচেতনতা বাড়াতে অনেক দিন থেকেই কাজ করছেন দীপিকা। মানসিক রোগীদের নিয়ে ঠাট্টা করা একদম পছন্দ করেন না এই নায়িকা।
দীপিকা সালমানকে ইঙ্গিত করে কিছুটা সমালোচনা করে বলেন, মানসিক রোগীদের ব্যাপারে সবারই সচেতন হওয়া জরুরি।