স্বল্প বসনায় ছবি পোস্ট করায় কাজলের বোনকে আক্রমণ
কখনও ফাতিমা সানা সেখ, কখনও কারিনা কাপুর আবার কখনও মালাইকা আরোরা খান, প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ট্রল হতে দেখা যায় বলিউড সেলিব্রটিদের। কোনও না কোনও কারণে নেটিজেনদের একংশের ক্ষোভের মুখে পড়তে হয় বলিউডের একাধিক তারিকাকে। এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না কাজলের বোন তানিশাও।
বিগ বসের সাবেক এই প্রতিযোগী কেন বিকিনি পরে ছবি দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, তানিশা প্রয়োজনের তুলনায় একটু বেশিই রোগা হয়েছেন এবং সেই কারণেই তাকে রোগীর মত লাগছে বলেও আক্রমণ করেন নেট জনতার একাংশ। শুধু তাই নয়, তানিশা যেন খাওয়াদাওয়া করেন এবং পুনরায় আগের রূপে ফিরে আসেন, সেই পরামর্শও দিতে শুরু করেন অনেকে। তানিশা মুখোপাধ্যায়ের এই সেই ছবি-
সম্প্রতি কারিনা কাপুর খানকে কটাক্ষ শুরু করে নেটিজেনরা। সিঙ্গাপুরে ডিজাইনার মনিষ মালহোত্রার ফ্যাশন শো’র পর সেই ছবি আপলোড করার পর পরই কটাক্ষ শুনতে হয় বলিউডের এই অভিনেত্রীকে। খাওয়া-দাওয়া না করে কারিনা একেবারে ‘কঙ্কাল’-এর মত চেহারা তৈরি করেছেন বলেও করা হয় আক্রমণ। যদিও কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি কারিনা।