থাইল্যান্ডে বাসে অগ্নিকাণ্ড, মিয়ানমারের ২০ শ্রমিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের পশ্চিমে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে আসা ২০ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
এতে আহত হয়েছেন আরও তিনজন। বাকীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, ৪৭ জন অভিবাসী শ্রমিককে নিয়ে বাসটি সবেমাত্র সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডের ভিতরে প্রবেশ করেছিল।
এদিকে মায়েত্রো জেলা পুলিশ স্টেশনের প্রধান ক্রিতকানক ডান-উদম বলেছেন, ‘গাড়ির চালক জানিয়েছে, সে বাসের মাঝখানে আগুন ধরতে দেখে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।’ সূত্র: রয়টার্স