শনিবার, ৩রা মার্চ, ২০১৮ ইং ১৯শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

সিরিয়ার মানবিক পরিস্থিতি যাচাই করুন, জাতিসংঘকে রাশিয়া

অনলাইন ডেস্ক : সিরিয়ার রাকা শহরের মানবিক পরিস্থিতি যাচাই করার জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকা এখন মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের দখলে রয়েছে।

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফ্যান ডি মিসতুরাকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। চিঠিতে তিনি বলেছেন, আত-তানফ থেকে রুকবান শহর পর্যন্ত ত্রাণ পৌঁছানোর জন্য একটি করিডোর প্রতিষ্ঠা করুন এবং রাকার মানবিক পরিস্থিতি যাচাই করুন।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ রাকার বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট এ পরিস্থিতিকে উপেক্ষা করে চলেছে। এরপর রুশ প্রতিরক্ষামন্ত্রী স্টিফ্যান ডি মিসতুরাকে চিঠি লিখলেন।

গত বছর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হটিয়ে রাকার নিয়ন্ত্রণ নেয় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা। সিরিয়া সরকারের কাছে তারা এ শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে অস্বীকার করে।

Print Friendly, PDF & Email