আখাউড়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে হেলপার নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে সুমন মিয়া (২৭) এক হেলপার নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ধরখার গ্রামের শুক্রর আলী ছেলে। ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুস সোবহান জানান, দুপুরে ট্রাক্টরের হেলপার সুমন চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।