রবিবার, ৬ই মে, ২০১৮ ইং ২৩শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

কসবার কোল্লাপাথর স্মৃতিসৌধে সাংবাদিকদের মিলন মেলা

আনোয়ার হোসেন উজ্জল,কসবা : আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়ের আমন্ত্রণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্রে ঢাকা থেকে প্রায় ৬০ জন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকসহ ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা প্রেসক্লাবের শতাধিক সাংবাদিকের শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত মিলন মেলায় পরিনত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সঞ্চালনায় আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম, এনটিভি’র সিনিয়র রিপোর্টার হাসান জাবেদ, ল’রিপোর্টার ফোরামের সভাপতি আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম বাবু, সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  মো. আবদুল হান্নান। সাংবাদিকগণ তাদের বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র উন্নয়ন কার্যক্রমসহ আতিথিয়তার ভূয়শী প্রশংসা করেন।অনুষ্ঠানে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান রচিত ‘দ্রুহ’ কাব্যগ্রন্থ আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম, ঢাকা থেকে আগত সিনিয়র ৫ জন সাংবাদিক, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভুইয়া ও আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন এর হাতে তুলে দেন।

অনুষ্ঠানে কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সহকারি কমিশনার (ভূমি) জুবাইদা আক্তার, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল,  বায়েক ইউপি চেয়ারম্যান আলমামুন ভুইয়া, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভুইয়া, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. ইকবাল হোসেন, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হোসেন, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা পৌর কাউন্সিলর মো. আবু জাহের উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক আবদুর রওফ, মুন্নী সরকার ও দেলোয়ার হোসেন সংগীত পরিবেশন করেন। এ সময় বিপুল সংখ্যক দর্শক স্রোতা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email