চোটাক্রান্ত সাকিবকে কেন স্কোয়াডে রাখা হয়েছিল, সেটি নিয়ে সংবাদ মাধ্যমে বিসিবির কর্মকর্তারা একাধিকবার কথাও বলেছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার বিসিবির অপারেশন্স কমিটির চেয়্যারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেছিলেন, সাকিব শ্রীলংকায় আসন্ন ত্রিদেশীয় সিরিজে সাকিব প্রথমদিকের দুই একটি ম্যাচে খেলতে পারবে না। তারপরেও তাকে দলে রাখা হয়েছে তার বর্তমান পুর্নবাসন প্রক্রিয়ায় চিকিৎসক যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী সাকিব ত্রিদেশীয় সিরিজের শেষদিকে কয়েকটা ম্যাচ খেলতে পারবে।
কিন্তু অবশেষে শঙ্কাটাই সত্যি হলো। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে থাকবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ত্রিদেশীয় এ সিরিজটি আগামী ৬ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। আর ৮ মার্চ ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লঙ্কা মিশন।