রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে পৌঁছেছে ভারতীয় ৫শ ৫৬ মেট্রিকটন স্টিল বোঝাই জাহাজ

আশুগঞ্জ প্রতিনিধি : ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় ৫শ ৫৬ মেট্রিকটন স্টিল পাইপ বোঝাই এমভি গালফ-৩ নামে একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসে পৌঁছেছে। তবে কাগজপত্র জটিলতা, শুক্র ও শনিবার বন্ধের দিন হওয়ায় জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়নি।

বৃহস্পতিবার বিকালে এমভি গালফ-৩ নামে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরের পাশে কামাড় পট্টি কামাল মুন্সির ঘাটে এসে ভিড়েছে। প্রয়োজনীয় মাশুল দিয়ে কাগজপত্রসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার সকাল থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন লোডিং এর দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান।

আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের

তিনি আরো জানান, কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৩ ফেব্রুয়ারি জাহাজটিতে ভারতীয় স্টিল পাইপ লোড করা হয়। পরে প্রায় ১৫ দিন পর জাহাজটি গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আশুগঞ্জে কামাড় পট্টি কামাল মুন্সির ঘাটে এসে ভিড়ে। কাষ্টমস সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশী ট্রাক ব্যবহার করে পাইপগুলি আখাউড়া বন্দর হয়ে আগরতলা যাবে।

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

মিথ্যা তথ্য দিয়ে বিক্রি হয় রুহ আফজা,প্রতারণার কারণে মামলা(ভিডিও)

কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী

পাহাড় ধসে প্রাণ হারাতে পারে ৫০ হাজারের বেশি মানুষ!

এবার ধড়–মাথা বিচ্ছিন্ন

দ্য হিন্দুর প্রতিবেদন: নির্বাচনে ভারতের সমর্থন চেয়েছে বিএনপি

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবে তার চিকিৎসকরা