সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

৪৮ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের কাজ

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ৪৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে সরকারি আদেশ (জি.ও) হয়েছে। চলতি মাসেই রাস্তার প্রশস্তকরন কাজের টেন্ডার হবে বলে জানিয়েছেন সংশিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুলতানপুর থেকে চিনাইর হয়ে আখাউড়ার নারায়ণপুর পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। বর্তমানে ১৮ ফুট প্রশস্ত সড়কটি ২৪ ফুট করা হবে। এছাড়াও সড়কের বাঁকগুলো সোজা করা হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ সড়কটির প্রশস্থকরণের কাজের জিও হওয়ার কথা নিশ্চিত করে বলেন, আগামী ১৫ মার্চের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া শেষ হবে।

Print Friendly, PDF & Email