সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে—-মো:আলী আফরোজ 

বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ বলেন, যেই মুখে মা সে মুখে মাদক না। খেলাধূলা যুবকদেরকে মাদক থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমে মানুষের ক্রমবিকাশ ঘটে।খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। তাই যুবকদের মাদক ছেড়ে খেলাধূলায় আগ্রহী হতে হবে।
শুক্রবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ফুটবল টুর্নামেন্ট -২০১৮ এর উদ্বোধনী খেলায় উপজেলার দাউদপুর স্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সভাপতি আইনজীবি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন, চান্দুরা ইউপির চেয়াম্যান এম এ শামিউল হক চৌধুরী, চর ইসলামপুর ইউপির চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভূঁইয়া, ইছাপুরা ইউপির চেয়ারম্যান মোঃ জিয়াউল হক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তারা মিয়া প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন সিঙ্গারবিল ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চরইসলামপুর ফুটবল একাদশ । ঘন্টাব্যাপী খেলায় অংশ গ্রহণ করে জয়লাভ করেন চর ইসলামপুর ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেনে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফখরিয়া আহমেদ।

Print Friendly, PDF & Email