সোমবার, ৫ই মার্চ, ২০১৮ ইং ২১শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

২৭ মার্চ থেকে যৌথ টহল দেবে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

২৭ মার্চ থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথ টহল দেবে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। খুব শিগগিরই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ভারত এবং মিয়ানমার- আমাদের দু’টি সীমান্তবর্তী দেশ। আমাদের নীতিই হলো সবার সঙ্গে বন্ধুত্ব। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অকৃত্রিম। মিয়ানমারের সঙ্গেও বন্ধুত্ব আমরা বাড়াতে চাই। তাই বলে এই নয় যে, তারা লক্ষ লক্ষ উদ্বাস্তু আমাদের দেশে ঠেলে দিয়েছে, তাদের আমরা বছরের পর বছর রাখবো।’

তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে।’

সীমান্তে গত দুই দিনের উত্তেজনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বিজিবি তাদের সঙ্গে অব্যাহতভাবে পতাকা বৈঠক করছে এবং তথ্য আদান-প্রদান করছে। তারা আমাদের জানিয়েছে যে, তাদের কাছে একটা ভুল তথ্য ছিলো। সেই ভুল তথ্যের ভিত্তিতে তাদের সেনাবাহিনীর কিছু মুভমেন্ট সেখানে হয়েছিলো। এটা যে ভুল ছিলো, সেটা তারা বলছে। পাশাপাশি পতাকা বৈঠক হয়েছে যেখানে এই বিষয়ে কথা হয়েছে।’

আগামী ২৭ মার্চ থেকে বিজিবি এবং বিজিপি সীমান্তে যৌথ টহল দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দশ দফা চুক্তিতে এ বিষয়টি আছে বলেও জানান তিনি।

 

সূত্র: সময় টিভি

Print Friendly, PDF & Email