মাদক নির্মূলে অবহেলায় চাকরি থাকবে না : ডিজি
নিজস্ব প্রতিবেদক : যে সমস্ত কর্মীরা মাদক নির্মূলের কাজে গাফলতি করবে এবং দায়িত্ব অবহেলা করবে তাদের অধিদফতরে চাকরিতে অব্যাহত রাখা হবে না বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার অধিদফতরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ডিজিকে উদ্দেশ্য করে এক সাংবাদিক প্রশ্ন করেন অধিদফতরের সার্কেল ইন্সপেক্টরদের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনা যায়। তাদের তৎপর হতে বলবেন কিনা?
উত্তরে ডিজি বলেন, কর্মীদের প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে কর্মীরা নানা কাজের জন্য মন্ত্রণালয়ের জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন, অধিদফতরেও জবাবদিহি করছেন। কেউ যদি কাজে গাফলতি এবং দায়িত্ব অবহেলা করে তাদের অধিদফতরে চাকরিতে অব্যাহত রাখা হবে না।