কল্যাণ পার্টি মহাসচিব ফের রিমান্ডে
নিউজ ডেস্ক : বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নৌ-পরিবহনমন্ত্রীর মিছিলে বোমা হামলা মামলায় নিখোঁজের চার মাস পর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে ২২ ডিসেম্বর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তার রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে চলতি মাসের ২৩ ডিসেম্বর আদালত এ মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও : ঈদের প্রস্তুতি
উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তারপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় জিডি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমাবেত হয়। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার মানুষ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে আসামিরা সেখানে বোমা নিক্ষেপ করে।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু বাদী হয়ে খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।