ভিসাবিহীন রাশিয়া বিশ্বকাপ !
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফুটবলের জমজমাট আসর ফিফা বিশ্বকাপ। ধীরে ধীরে সময় ঘনিয়ে আসছে। আর মাত্র ছয় মাস পরই বিশ্বকাপের বাদ্য বেজে উঠবে। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ ফুটবলভক্ত রাশিয়া ভ্রমণ করবেন।
রাশিয়া কর্তপক্ষ তাই আগেই থেকেই বিশ্বকাপের সব আয়োজন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে।
আরও : ঈদের প্রস্তুতি
এজন্য বিশালসংখ্যক সমর্থককূলের জন্য খেলা দেখাকে সহজ করার লক্ষ্যে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়ে দিছে বিশ্বকাপের দর্শকদের জন্য কোনো ভিসাই লাগবে না।
বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে রাশিয়ায় যেতে পারবেন দর্শকরা। থাকতে পারবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। এরপরই অবশ্য বিদায় নিতে হবে রাশিয়া থেকে।
এক বিজ্ঞপ্তিতে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের সময়কালীন ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন দর্শকরা। অবশ্য তাদেরকে সঙ্গে রাখতে হবে দর্শক-কার্ড। বিশ্বকাপের টিকিট তো লাগবেই। রাশিয়ান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশিই হবেন ফুটবল সমর্থকরা।