g আখাউড়ায় আমদানি-রফতানি শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়ায় আমদানি-রফতানি শুরু

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৩, ২০১৭

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলের পানির কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রোববার সকালে স্থলবন্দরের রাস্তা ও কার্যালয়ের সামনে থেকে পানি সরে গেলে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এছাড়াও পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের কতৃপর্ক্ষ জানান, শনিবার সকালে টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে উপজেলার আব্দুল্লাহপুর থেকে স্থলবন্দর পর্যন্ত পানিতে রাস্তাঘাটসহ ইমিগ্রেশনের কার্যালয়ে পানিতে তলিয়ে যায়। এতে করে সকল কার্যক্রম বিপর্যস্থ হয়ে বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শনিবার সন্ধ্যার পর থেকেই পানি কমতে শুরু করলে রোববার সকালে মর্ধ্যে পানি অনেকটাই কমে যায়। এতে করে বন্দরের সকল কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই মাছ ও পাথরবোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দর থেকে আগরতলা গেছে।
এছাড়াও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর