g ব্রাহ্মণবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিম ভারতে গেল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৪শে আগস্ট, ২০১৭ ইং ৯ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিম ভারতে গেল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১০, ২০১৭

---

আখাউড়া প্রতিনিধি : তারা প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধী। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইল চেয়ারে বসেই চলাফেরা করতে হয়। কিন্তু তাই বলে শারীরিক অক্ষমতা তাদের দমিয়ে রাখতে পারেনি। মনের অদম্য শক্তিতে তারা শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন। সেই লক্ষ্যেই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের একটি ক্রিকেট দল ভারতে গেছেন। আজ সোমবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ২১ সদস্যের এ দলটি ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। এ সময় স্থল বন্দরের শূন্যরখায় তাদের ফুল দিয়ে স্বাগত জানান ত্রিপুরা রাজ্যের স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু দেবনাথ, ত্রিপুরা প্রতিবন্ধি অধিকার মঞ্চ এর রাজ্য সম্পাদক সলিল দেবনাথ ও ত্রিপুরাস্থ বাংলাদেশ উপ-দূতাবাসের প্রশাসিক কর্মকর্তা মো. আশিকুর রহমান। প্রতিবন্ধী ক্রিকেট টিমের অধিনায়ক মো. হাবিব মোল্লা বলেন, ‘দেশের ৮টি জেলার ১৫ জনকে নিয়ে গত ৬ মাস আগে একটি ক্রিকেট দল তৈরি করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬ জন খেলোয়াড় রয়েছে। ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন নামে আরেকটি প্রতিবন্ধীদের দলের সঙ্গে ১১, ১২ ও  ১৩ এপ্রিল দিল্লির হরিয়ানা স্টেডিয়ামে ৩ ম্যাচের এই ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ এপ্রিল আমরা দেশে ফিরে আসব। ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ বলেন, ভারত থেকে আমন্ত্রণ পাওয়ার পর খেলার সরঞ্জাম ও হুইল চেয়ার এবং ক্রিকেট খেলার অনুশীলন নিয়ে তারা অনেক পরিশ্রম করেছেন। আশা করি ভারতের সঙ্গে আমরা ৩টি ম্যাচেই জয় লাভ করে দেশের সুনাম বয়ে আনতে পারব। আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ মো. পিয়ার আহমেদ বলেন, সকালে প্রতিবন্ধী ক্রিকেট টিমের খেলোয়াড় ও কর্মকর্তাসহ ২১ সদস্যের একটি দল আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে গেছে।

এ জাতীয় আরও খবর