g চাকরি হারানোর ‘শঙ্কায়’ ছিলেন জেনারেল মইন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

চাকরি হারানোর ‘শঙ্কায়’ ছিলেন জেনারেল মইন

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৯, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজনীতিতে ২০০৭ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেনা সমর্থিত সেই সরকার সে সময় আরও অনেক রাজনৈতিক নেতার মতো এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও কারাগারে যেতে হয়। তাদের মুক্তির জন্য দেশ-বিদেশের চাপ ছিল সেনা সমর্থিত সরকারের ওপর। এরই এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ ভারত সফরে গিয়েছিলেন। দেখা করছেন দেশটির সেসময়ের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে।

এ প্রসঙ্গে প্রণব মুখার্জি তার আত্মজীবনীমূলক বই ‘দ্য কোয়ালিশন ইয়ারস ১৯৯৬-২০১২ লিখেছেন, ‘২০০৮ সালের ফেব্রুয়ারিতে সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ ছয় দিনের ভারত সফরে আসেন। এ সময় আমার সঙ্গে সাক্ষাৎ হয় মইনের। অনানুষ্ঠানিক আলোচনার সময়, আমি তাকে রাজনৈতিক বন্দীদের মুক্তির গুরুত্ব বোঝাই। তিনি এই ভয় পাচ্ছিলেন যে শেখ হাসিনা বের হয়ে আসার পর তাকে (জেনারেল মইন) চাকরিচ্যুত করতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগত দায়িত্ব নিই এবং শেখ হাসিনা ক্ষমতায় এলেও তার বহাল থাকার ব্যাপারে তাকে আশ্বস্ত করি।’

এর কয়েক বছর পর জেনারেল মইন ক্যানসারে আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রে তার চিকিৎসার বিষয়টিতেও সহায়তা করেন বলে প্রণব মুখার্জি তার বইয়ে উল্লেখ করেছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর