g আফগানে সেনা ক্যাম্পে হামলা: নিহত ৪১ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আফগানে সেনা ক্যাম্পে হামলা: নিহত ৪১

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৯, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারে একটি সেনা ক্যাম্পে শক্তিশালী আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪১ আফগান সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরো ২৪ জন সেনা আহত হয়েছে। দু’টি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার ঘটনা স্বীকার করে তালেবানরা মিডিয়ায় বিবৃতি দিয়েছে।

কান্দাহারের পার্লামেন্ট সদস্য খালিদ পাসতুন বলেন, কান্দাহারে বুধবারের এই হামলায় কমপক্ষে ৪১ জন আফগান সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি হামলা ঘটনা নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। টোলো নিউজ এজেন্সি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় ২৪ সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী ২০১৪ সালে এ এলাকায় তালেবানদের বিরুদ্ধে অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করার পর থেকে আফগান বাহিনী বেশ প্রতিরোধের মুখে পড়েছে। সূত্র: আল জাজিরা

এদিকে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পুলিশের প্রাদেশিক সদরদফতরের সামনে গত ২৩ আগস্ট এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। এই হামলায় আরো ৪২ জন আহত হয় বলে জানিয়েছিল কর্মকর্তারা। প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গফর সাফাই জানিয়েছেন, হেলমান্দের রাজধানী লশকর গাহয়ের ওই সদরদফতরটিতে নিজেদের বেতন নিতে জড়ো হয়েছিলেন পুলিশ ও সেনা সদস্যরা, তাদের লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এতে স্থানীয় দুই নারী, দুই সৈনিক, এক শিশু নিহত ও আরো ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন লশকর গাহয়ের হাসপাতালের এক চিকিৎসক। পুলিশ সদরদফতরের গাড়ি পার্কের এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এতে নিকটবর্তী একটি মসজিদ ও মাদরাসার ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পরপরই সাংবাদিকদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় তালেবান হামলায় দায় স্বীকার করেছে। ক্ষুদে বার্তায় বলা হয়, ‘আমরা সেনাবাহিনীর ট্যাঙ্ক লক্ষ করে হামলা চালিয়েছি, বহুজনকে হত্যা করেছি।’ নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর