আইএসের নতুন প্রধান জালালুদ্দিন
---
আন্তর্জাতিক ডেস্ক :আইএস নেতা আবু বকর আল বাগদাদীর মৃত্যুর পর নতুন একজনের হাতে দায়িত্ব উঠেছে। বাগদাদীর উত্তরসুরী সেই নেতা আইএস-এর অস্তিত্ব ও ধারাবাহিকতা ধরে রাখবেন বলে আল আরাবিয়ার খবরে বলা হয়।
কয়েকদিন আগে আইএস এর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নিহত নেতা বাগদাদীর জন্য শোক প্রকাশ করা হয়। সাম্প্রতিক সময়ে সিরিয়া ও ইরাকে কোনঠাসা হয়ে গেছে আইএস। আইএস এর বেশিরভাগ নেতা নিহত হয়েছে। আইএস এর নতুন প্রধান হিসেবে যার নাম শুনা যাচ্ছে তিনি হলেন লিবিয়ায় অবস্থানরত জালালুদ্দিন আল তিউনিসি।
জালালুদ্দিন আল তিউনিসি এর আসল নাম ছিল মোহাম্মদ বেন সালেম আল আয়োনি। বর্তমান নামটি থেকে বোঝা যাচ্ছে তিনি তিউনেসিয়ার। ১৯৮২ সালে তিউনেসিয়ার মাসাকান অঞ্চলে জন্ম নিয়েছিলেন তিনি। পরবর্তীতে নব্বই দশকে ফ্রান্সে চলে যান এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। ২০১১ সালে তিউনেসিয়ায় বিপ্লব শুরু হলে দেশে ফিরেন। তারপর সিরিয়ান যুদ্ধে অংশগ্রহণের জন্য সেখানে চলে যান। ২০১৪ সালে আইএস এ যোগ দেন এবং বাগদাদীর বিশ্বস্ত লোকে পরিণত হন।