যে কারণে আটকে গেল মাহি-বনির ছবির কাজ
---
বিনোদন ডেস্ক : ‘মনে রেখো’ চলচ্চিত্রের শেষ লটের শুটিং শুরু হওয়ার কথা ছিল আজ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে ঢাকার অভিনেত্রী মাহিয়া মাহি ও কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত প্রধান চরিত্রে অভিনয় করছেন। আজ এফডিসিতে কলকাতার শিল্পী-টেকনিশিয়ানদের নিয়ে ছবির গানের শুটিং করার জন্য সেট নির্মাণ করা হয়েছিলো। কিন্তু ভিসা জটিলতায় ছবির শুটিংয়ে অংশ নিতে পারেননি কলকাতার শিল্পী-টেকনিশিয়ানরা। আর এতে করে বড় অংকের লোকসানের মুখে পড়লো ছবিটি-এমনটিই দাবি ছবির পরিচালকের।
এই নিয়ে ছবিটি বেশ কয়েকবার ঝামেলার মুখে পড়েছে। ছবিতে বিদেশি শিল্পীর অভিনয়ের অনুমতি নিয়ে জটিলতা, শিডিউল নিয়ে ছবির নায়িকা মাহির সঙ্গে প্রযোজকের মতবিরোধ ইত্যাদি প্রতিবন্ধকতা পার করেছে ‘মনে রেখো’। তবে সবকিছুর নিষ্পত্তি হয়েছে বলেও জানান নির্মাতা সুমন।
ছবির নির্মাতা ওয়াজেদ আলী সুমন বলেন, ছবির শেষ লটের শুটিং করার কথা ছিল আজ। কিন্তু ইন্ডিয়ান শিল্পী ও কয়েকজন টেকনিশিয়ানদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা বাংলাদেশে আসতে পারেনি। এতে করে আমাদের বেশ আর্থিক ক্ষতি হয়ে গেল। তিনি আরো বলেন, কাজ করতে গেলে নানা রকম বাঁধা বিপত্তি আসে। এটাই চ্যালেঞ্জ। সবকিছু দূর করে ‘মনে রেখো’ একটি মনের মতো চলচ্চিত্র হতে যাচ্ছে এটাই বড় প্রাপ্তি আমার কাছে।
বাংলাদেশে হার্টবিট প্রডাকশন’র প্রযোজনায় ছবির কাহিনী লিখেছেন দিল মোহাম্মদ। ‘মনে রেখো’ ছবিতে মাহি-বনি ছাড়াও মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ অভিনয় করছেন।