বুধবার, ১২ই জুলাই, ২০১৭ ইং ২৮শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতকে নিয়ে ছেলেখেলা লুইসের, গড়লেন রেকর্ড

AmaderBrahmanbaria.COM
জুলাই ১০, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক :সাবিনা পার্কে রোববার ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ইভিন লুইস৷ বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনারের ব্যাটিং তাণ্ডবে কিংস্টনে একমাত্র টি-২০ ম্যাচে বিরাট কোহলিদের ল্যাজেগোবরে করল ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়ান ডে সিরিজ জিতলেও একমাত্র টি-২০ ম্যাচে ৯ উইকেট হারাল বিরাটবাহিনী৷

১৯১ রান তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ৷ লুইসের ব্যাটিং দাপটে ম্লান ছিল ভারতের বোলিং৷ ৬২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ত্রিনিদাদের বছর পঁচিশের যুবক৷ এক ডজন ছয় ও হাফ-ডজন বাউন্ডারি মারেন তিনি৷ মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার উপর বেশি নির্মম ছিলেন লুইস৷

এক ওভারে শামিকে পরপর তিনটি বাউন্ডারি মারেন তিনি৷ ৩ ওভারে ৪৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি শামি৷ ম্যাচের সেরা টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া লুইস৷ ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের টি২০ ক্রিকেটে সর্বোচ্চ স্কোরও এটা। বিরাটরা পাঁচ ওয়ান ডে-র সিরিজ জিতলেও একমাত্রটি-২০ হেরে দেশে ফিরছে বিরাটবাহিনী৷

সাবিনা পার্কে প্রথম ব্যাটিং করে ৬ উইকেটে ১৯০ রান তোলে ভারত৷ শিখর ধাওয়ানের সঙ্গে এদিন ইনিংস শুরু করেন ক্যাপ্টেন কোহলি৷ শুরুটা দারুণ করে শিখর-বিরাট জুটি৷ পাওয়ার প্লে-তে ওভার পিছু প্রায় ১২ রান করে ভারত৷ ২২ বলে ৩৯ রানে বিরাট আউট হওয়ার পর দ্রুত রান-আউট হয়ে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান৷ তার পর ঋসভ পন্ত ও দীনেশ কার্তিক তৃতীয় উইকেটে ৮৬ রান যোগ করে দলকে টানেন৷ কার্তিক ৪৮ ও পন্ত ৩৮ রান করে আউট হন৷

এদিনও টস হারেন বিরাট৷ পাঁচ ওয়ান ডে সিরিজের কোনো ম্যাচে টস জেতেননি ক্যাপ্টেন কোহলি৷ ভারতীয় দলে এদিন বেশ কয়েকটি পরিবর্তন হয়৷ চোটের জন্য খেলেননি হার্দিক পাণ্ডিয়া ও যুবরাজ সিং৷ দলে ঢোকেন কার্তিক৷ টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন টি-২০ অভিষেক হয় কুলদীপ যাদবের৷