g কোমির আনুগত্য দাবি করেছিলেন ট্রাম্প | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৪ঠা আগস্ট, ২০১৭ ইং ২০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কোমির আনুগত্য দাবি করেছিলেন ট্রাম্প

AmaderBrahmanbaria.COM
জুন ৮, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : পদচ্যুত সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি বৃহস্পতিবার (৮ জুন) বহুল প্রত্যাশিত মার্কিন কংগ্রেসের প্রকাশ্য শুনানিতে জানাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে আনুগত্য দাবি করেছিলেন। এক বিবৃতিতে কোমি বলেছেন, ট্রাম্প তাকে পদচ্যুত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতেও বলেছিলেন। তিনি কংগ্রেসের শুনানিতে আরো জানাবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া তদন্তকে তার মাথার ওপরে মেঘ বলে অভিহিত করেছিলেন। কোমি ট্রাম্পকে তিনবার নিশ্চিত করেছিলেন এফবিআই-এর তদন্ত তার বিরুদ্ধে নয়। তার এই বিবৃতির পর রাশিয়া সংযোগ তদন্তে ট্রাম্পের আইনজীবী মার্ক কাসোভিচ বলেন, কোমি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না এতে তিনি আনন্দিত। আইনজীবী মার্ক বলেন, “প্রেসিডেন্ট সম্পূর্ণভাবে নিজেকে প্রমাণিত মনে করছেন।’ এর আগে এনএনএ এর পরিচালক মাইক রজার এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস দাবি করেন যে হোয়াইট হাউজ তাদের কখনো অবৈধ কিছু করার জন্য চাপ প্রয়োগ করেনি। তবে কংগ্রেসে বৃহস্পতিবারের শুনানিতে কোমি জানাবেন ট্রাম্প কিভাবে তাকে পদচ্যুত করার পরিস্থিতি তৈরি করেছিলেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর