ফেসবুকে আবেদনময়ী ছবি দেওয়ায় চাকরি হারালেন শিক্ষিকা
AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
---
অনলাইন ডেস্ক : লিডিয়া ফার্গুসন নামে একজন মাধ্যমিক স্কুল শিক্ষিকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপত্তিজনক ছবি আপলোড করায় চাকরি হারালেন। এতে অবশ্য তার ছাত্রছাত্রীরা বেশ বিক্ষুব্ধ। তারা দাবি করছে তাদের প্রিয় শিক্ষিকাকে যেন ফিরিয়ে আনা হয়। তারা সবাই পিটিশন সাইন করছে।
লিডিয়া নিজেও আত্মপক্ষ সমর্থন করে কথা বলছেন। তার মতে, আমি এমন কোন ছবি আপলোড করিনি যার ফলে চাকরি হারাবো! আমি যেকোন ছবি দেয়ার আগে চিন্তা করে নিই যে এই ছবিটি আমার পূর্বপুরুষেরা দেখছেন। তাহলে কেন আমি যেচে খারাপ ছবি দিতে যাবো?
শিক্ষার্থীরা বলছে, ম্যামকে খুব সুন্দর লাগছিলো ছবিতে। এটি মোটেই খারাপ কোন ছবি নয়। তারা আরো বলে, ম্যাম আমাদের সবাইকে পড়ার বিষয়ে খুব সহযোগিতা করতেন। আমরা আমাদের প্রিয় লিডিয়া ম্যামকে আমাদের মাঝে ফেরত চাই।সূত্র: মিরর