তেরেসা মে’কে নিয়ে অসম্মানজনক গান
---
নিজস্ব প্রতিবেদক : সে একজন মিথ্যাবাদী, তাকে বিশ্বাস কর না, তাকে বিশ্বাস কর না … এমনই এক গান বাঁধা হয়েছে ব্রিটিশ প্রধামন্ত্রী তেরেসা মেকে নিয়ে। আগামী ৮ জুনের সাধারণ নির্বাচনে তেরেসা বিরোধীদের এটা হলো গানে গানে প্রতিবাদ। আর এ প্রতিবাদ গানটি বুধবার চার্টস কোম্পানির বিক্রয় তালিকার শীর্ষে উঠে গিয়েছিল।
লায়ার লায়ার জিই২০১৭ শীর্ষক এই গানটি প্রচার করে লন্ডনের ব্যান্ডদল ক্যাপ্টেন স্কা। গত শুক্রবার এটি মুক্তি পায়। চার্টস কোম্পানির কর্মকর্তারা জানান, ক্যাসেটটি এখন তিন নম্বরে রয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গানটির বিক্রি বেড়েছে খুব। ৫ দিনের মধ্যে ৩০ হাজারের বেশি ডিজিটাল কপি ডাউনলোড করা হয়েছে। আর শোনা হয়েছে এক লাখেরও বেশি বার।’
বিবিসি রেডিও ওয়ান বলেছে, ‘গানটি আমরা বাজাচ্ছি না। কারণ সেটা হবে সরকারি নিয়মের পরিপন্থী। ৮ জুনের আগে এ গান বাজানো যাবে না। এতে নির্বাচনী প্রচারে প্রভাব বিস্তার করার মতো ব্যাপার হতে পারে।’
তারা গানটি কিংবা এর শিল্পী কলাকুশলীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে না পারার কথা জানালেও নিজেদের সম্পাদকীয় নীতিমালার কারণে গানটি প্রচার করবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে। নির্বাচনের একদিন আগে পর্যন্ত এই গান বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তা ফুড ব্যাংকসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে বলে জানিয়েছে ব্যান্ডদলটি। সূত্র: এএফপি।