শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ওদের কাছে যেও না, তোমাকে ধরে নিয়ে যাবে (ভিডিওসহ)

AmaderBrahmanbaria.COM
জুন ২, ২০১৭

---

অনলাইন ডেস্ক : ‘ওদের কাছে যেও না, তোমাকে ধরে নিয়ে যাবে। অবোধ বাচ্চা হাতিকে যেন এমনটাই বলছিল মা হাতি। এই কথা শুনে মায়ের পিছু পিছুই হাটতে লাগলো বাচ্চা হাতিটা।

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের ঘটনা এটি। জঙ্গল থেকে বের হয়ে মায়ের সাথে হাইওয়েতে হাটছিল বাচ্চা হাতিটা। আশাপাশে টুরিস্টদের দেখে কৌতুহলে পা বাড়ায় তাদের দিকে।

কিন্তু মুশকিল হলো। একে তো রাস্তাঘাট, হাইওয়ে, যে কোনো সময় গাড়ি এসে পড়তে পারে। তা যদি না হলো, তো সাফারি টুরিস্টদের ল্যান্ডরোভারদের ভিড়; সবার হাতে আবার ক্যামেরা, নয়তো মোবাইল। এতগুলো আজগুবি ‘প্রাণী’ দেখে খোকা বা খুকি হাতির কৌতুহল হওয়ায় আশ্চর্যের কিছু নেই। কিন্তু মা’কে তো দেখতে হবে, দুধের বাচ্চা যার-তার কাছে গিয়ে যা খুশি খায় কিনা…।

মা হাতিকে দেখলে অবশ্য অধিকাংশ দু’পেয়ে জীবের সাত হাত দূরে থাকার কথা। কিন্তু ক্রুগার ন্যাশনাল পার্কের হাতিরাও চোরাশিকারিদের কথা জানে; জানে, মানুষকে বিশ্বাস করা চলে না। তাই তিন টন ওজনের মা হাতি তার শুঁড় বাড়িয়ে বাচ্চাকে কখনো থামাচ্ছে, কখনো পিছনে ফিরিয়ে এনে নিজের থামের মতো দুই পায়ের ফাঁকে সামলে রাখছে।

২০১৬ সালের জানুয়ারি মাসে আপলোড করা এই এক মিনিটের ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২৫ লাখ বার।

আপনিও দেখুন-

এ জাতীয় আরও খবর