মঙ্গলবার, ১৩ই জুন, ২০১৭ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে পৌরসভার রাস্তাঘাট, জনগণের দূর্ভোগ চরমে

AmaderBrahmanbaria.COM
জুন ১, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের রাস্তা-ঘাট গুলো এমনিতে একেবারে বেহাল দশা। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার প্রায় সবকটি রাস্তা যেন প্রায় চলাচলের অনুপযোগী। সে সাথে একটু বৃষ্টি হলে জনসাধারণের দূর্ভোগ আরো চরম আকার ধারণ করে।

আজ বৃহস্হপতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়,মৌসুমী বৃষ্টিতে পৌর শহরের অনেক রাস্তায় পানির নীচে তলিয়ে গেছে। বিশেষ করে  কাউতলী ষ্টেডিয়াম মার্কেট সামনের সড়কটি প্রায় ২/৩ফুট পানির নীচে তলিয়ে গেছে । এছাড়া কালীবাড়ি মোড় গোর্কণ ঘাট সড়ক প্রায় কোমড় পানির নীচে তলিয়ে যাচ্ছে। ষ্ট্রেশন রোড থেকে পিটিয়ায় সড়ক,  পুনিয়াউট বিশ্বরোড হতে নয়নপুর সড়ক,   সড়ক বাজার রাস্তা,মেড্ডা পৌদ্দার বাড়ি সড়ক কম বেশি প্রায় অনেক গুলি সড়কই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে শহরের সরকারি জায়গার খালগুলি ভূমি দস্যুদের দখলে নিয়ে মাটি দিয়ে ভরাট করে ভোগদখল করা। শহরের ড্রেইন গুলি এমনিতে ময়লা আর্বজনায় বরাট হয়ে স্তুপ জমে থাকে। প্রচন্ড খরার মাঝেও স্বাভাবিক বাসা -বাড়ির পানি সরতে চায়না সে সাথে একটু বৃষ্টি হলে ড্রেনগুলি পুরোপুরি বিকল হয়ে পড়ে। এতে করে শহরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তা সহ অনেক রাস্তায় ২/৩ফুট পানির নীচে তলিয়ে যাচ্ছে।

কথা হয় কয়েকজন ভুক্তভোগী পথচারীর সাথে তারা বলেন, আমাদের পৌর সভার রাস্তাঘাট এমনিতে নাজুক অবস্হা শহরের ভিতর এমন কোন সড়ক নেই  যে উচূঁ -নিচু ভাঙ্গা ছাড়া আছে। তারপর ড্রেইন গুলি ময়লা আর্বজনা পড়ে একেবারে অকোজো হয়ে রয়েছে। সে সাথে গত দুদিনের বৃষ্টিতে প্রায় সড়কই পানির নীচে তলিয়ে গেছে। এতে করে আমাদের রাস্তায় অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে চলাফেয়ার দূর্ঘটনার ঝুকিঁ বেড়েছে। পানির নীচে তলিয়ে যাওয়ায় পৌর শহরের ভাঙ্গা রাস্তাগুলো গর্তে পড়ে মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছে।

পৌর মেয়র নায়ার কবির জানান, বৃষ্টির পরপরই পৌর কর্মচারীরা ড্রেইন গুলো পরিষ্কার কাজ করছে। এছাড়া ড্রেইন ব্যবস্হা উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর