g বিশ্বের সবচেয়ে দ্রুততম যুদ্ধযান এখন চীনের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৭ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দ্রুততম যুদ্ধযান এখন চীনের

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের সবচেয়ে দ্রুততম যুদ্ধযান তৈরি করল চীন। পানিতে প্রতি ঘণ্টায় প্রায় ৫০কিলোমিটার বেগে চলবে এই যানটি। বিশ্বের বিভিন্ন প্রান্তেই এই ধরনের যুদ্ধযান অনেক রয়েছে। কিন্তু বেশিরভাগ যুদ্ধযানই পানিতে খুব ধীর গতিতে চলে। দ্য নর্থ চায়না ইনস্টিটিউট অফ ভেইকেল রিসার্চ এই বিশেষ আর্মোর্ড ফাইটিং ভেইকেলটি তৈরি করেছে।

এই বিশেষ যুদ্ধযানটি রাস্তায় এবং পানিতে উভয় জায়গাতেই অনায়াসে চলবে বলে জানিয়েছে দ্য নর্থ চায়না ইনস্টিটিউট অফ ভেইকেল রিসার্চ।

এই বিশেষ ভেইকেলটি বিশ্বের মধ্যে দ্রুততম। ইউএস মেরিন কর্পস এই AFV গাড়িটি তৈরির প্রস্তাব দেয়। অপরদিকে Iveco বা BAE SuperAV-র স্পিড ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৯ কিলোমিটার। এই বিশেষ যুদ্ধযানটির কাঠামোও বিশেষভাবে তৈরি। এই যানটির সামনে রয়েছে ‘ভি’ শেপের একটি হুল যা পানির মধ্য দিয়ে সহজেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই যুদ্ধযানটি। অস্ত্রশস্ত্রসহ এই বিশেষ যানটি ঘণ্টায় ১৯ থেকে ২৮কিমি অবধি যেতে পারে। এই বিশেষ গাড়িটির ওজন খুব হালকা। কোন রকম অস্ত্রশস্ত্র ছাড়া এই যানটির ওজন মাত্র ৫.৫টন। সূত্র: ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর