বৃহস্পতিবার, ১৫ই জুন, ২০১৭ ইং ১লা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

৩ লাখ ২৮ হাজার সরকারি পদ শূন্য : সৈয়দ আশরাফ

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, দেশে বিভিন্ন সরকারি অফিসে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি কর্মকর্তা-কর্মচারির পদ শূন্য রয়েছে। তবে এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদ রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি। আর জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো. মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩ ) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

এম এ আউয়ালের (লক্ষ্মীপুর -১) অপর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, দেশে সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী পদ রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি। যার মধ্যে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সরকারের প্রশাসনে গ্রেড-১ পদ রয়েছে ৩৩টি, গ্রেড-২-এর পদ রয়েছে ২ হাজার ৩২৪টি, গ্রেড-৩ এ পদ রয়েছে ৪ হাজার ৬৭৭টি, গ্রেড-৪ এ পদ রয়েছে ৮ হাজার ১৩৪টি, গ্রেড-৫ এ পদ রয়েছে ১৫ হাজার ৭৯৪টি, গ্রেড-৬ এ পদ রয়েছে ৩৩ হাজার ৪১১টি, গ্রেড-৭ এ পদ রয়েছে ৫ হাজার ৪৯৪টি, গ্রেড-৮ এ পদ রয়েছে ৪ হাজার ৬৭৩ এবং গ্রেড-৯ এ পদ রয়েছে ৭৩ হাজার ৮৭৬ জন। এছাড়া ফিক্সড বেতনে ১০১ জন কর্মকর্তা রয়েছেন।

এ জাতীয় আরও খবর