বৃহস্পতিবার, ১৫ই জুন, ২০১৭ ইং ১লা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

আইএলও’র গভর্নিং বডির ডেপুটি মেম্বার বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

নেপাল ও পাকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গভর্নিং বডির ডেপুটি মেম্বার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার জেনেভায় অনুষ্ঠিত আইএলও’র চলমান সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাব-কমিটিতে এ তিন দেশ অংশ নেয়। বাংলাদেশ সর্বোচ্চ ১৯০টি ভোট পেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গভর্নিং বডির মেম্বার নির্বাচিত হয়েছে।

এ ছাড়া বাকি দু`দেশের মধ্যে নেপাল ১৭৩টি ও পাকিস্তান ১৫০টি ভোট পেয়েছে। গত ৪ জুন থেকে শুরু হওয়া জেনেভায় এ সম্মেলন চলবে আগামী ১৬ জুন পর্যন্ত।