বৃহস্পতিবার, ১৫ই জুন, ২০১৭ ইং ১লা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

দার্জিলিংয়ে সরকারি অফিসে আগুন, পালাচ্ছেন পর্যটকরা

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : দার্জিলিংয়ে সরকারি ভবনের বাইরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি : এনডিটিভি
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে ‘গোর্খা জনমুক্তি মোর্চা’র ডাকা অনির্দিষ্টকাল বনধ চলাকালীন একাধিক সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত পর্যটকরা দলে দলে দার্জিলিং ছেড়ে পালাচ্ছেন।

দার্জিলিংয়ের স্কুলগুলোতে বাংলা ভাষা পড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ও আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে এই বনধ ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার কড়া হাতে এ বনধ মোকাবিলা করবে।

গতকাল বনধের প্রথম দিনে দার্জিলিংয়ে ব্যাংক বা সরকারি অফিস কিছুই খোলেনি, চলেনি পর্যটকদের বড় আকর্ষণ পাহাড়ের বিখ্যাত টয় ট্রেনও।

গত সপ্তাহ থেকেই দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চা ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে।

মোর্চার নেতা বিমল গুরুং ঘোষণা দিয়েছিলেন, দলের কর্মীদের ঘরে চুপচাপ বসে থাকার সময় নয়। তাঁর এই ঘোষণার পরপরই মোর্চার সমর্থকরা দার্জিলিংয়ের পূর্ত দপ্তরের প্রধান কার্যালয় ও বিজনবাড়ি নামে একটি গ্রামের পঞ্চায়েত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সোনাদায এলাকার বিদ্যুৎ দপ্তরের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

এ জাতীয় আরও খবর